আগরতলা, ২৭ সেপ্টেম্বর: কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এম ও ভি ডি সি উত্তর পূর্বাঞ্চল শাখার চতুর্থ পর্যায়ের কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। মূলত এই কর্মসূচিকে কি করে বাস্তবায়িত করা যায় এই বিষয়কে সামনে রেখে এদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা এডিনগর এলাকার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ড. উত্তম সাহা, দপ্তরের সকল ডেপুটি ডিরেক্টর, মহকুমা কৃষি আধিকারিকরা, সেবা প্রদানকারীরা এবং এফ পি সি সদস্যরা। সেইসঙ্গে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত মাস্টার ট্রেনাররা। এই অনুষ্ঠানে পশ্চিম জেলার মোট চারটি এফ পি সি'কে ভ্যান দেওয়া হয়েছে। মন্ত্রী নিজ হাতে এগুলো তুলে দেন।
0 মন্তব্যসমূহ