আগরতলা, ৯ আগস্ট : শুক্রবার ৯ আগস্ট বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে এক র্যালির আয়োজন করা হয় আগরতলায়। মহারানী তুলসীবতী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিটি রাজধানী আগরতলার বিজয় কুমার স্কুলের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা সমাজসেবী বিপিন দেববর্মা সহ অন্যান্য সমাজসেবীরা।
র্যালিতে প্রচুর সংখ্যক জনজাতি অংশের ছাত্র ছাত্রী যুবক-যুবতিসহ নানা বয়সের মানুষ শামিল হয়েছিলেন। সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচি বিজয় কুমার স্কুলের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার বিজয় কুমার স্কুলের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী সকলের চিরাচরিত পোশাক পরে জাতীয় পতাকা হাতে নিয়ে শামিল হয়েছিলেন। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিপিন দেববর্মা বলেন, আগামী ১৩ থেকে ১৫ আগস্ট দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে সকল অংশের মানুষ যাতে সামিল হন এবং তারা সকলে যাকে তাদের বাড়িতে জাতীয় পতাকা লাগান। সেই সঙ্গে জাতীয় পতাকা নিয়ে সেলফি তোলেন এবং নমো অ্যাপে আপলোড করেন এই আহ্বান রাখেন। রাজ্যজুড়ে এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ