আগরতলা, ২৫ জুলাই : এবছর কারগিল বিজয় দিবসের রজত জয়ন্তী বর্ষপূর্তি। আজ থেকে পঁচিশ বছর আগে পাক সেনাবাহিনী কাপুরুষের মতো জঙ্গি সেজে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে কারগিলে প্রবেশ করে একজন ভারতীয় সেনাবাহিনীদের লক্ষ্য করে গোলাবারুদ ছুড়ে। কিন্তু ভারতীয় বীর জওয়ানরা পরাক্রমের সঙ্গে পাকিস্তানি সেনাদের তাড়িয়ে মাতৃ ভূমিকে রক্ষা করে। এই লড়াইয়ে বেশ কিছু ভারতীয় জওয়ান চরম বলিদান দেন। এরপর থেকে প্রতি বছর ২৫ জুলাই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
এবছর এই দিবসের ২৫ বছর পূর্তি। বিজেপি যুব মোর্চার তরফের দেশব্যাপী শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করা হচ্ছে। সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগেও বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি রাজধানীর নেতাজি স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক শম্ভু লাল চাকমা, সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার নেতৃত্ব এবংসদস্য সদস্যারা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের শুরুতে কারগিল বিজয় দিবসের বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় বীরজনরা প্রচন্ড লড়াই করে দেশের সম্মানকে অক্ষুন্ন রেখেছিল কারগিল বিজয়ের মাধ্যমে। এই লড়াইয়ে যে সকল ভারতীয় জন শহীদ হন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
0 মন্তব্যসমূহ