Advertisement

Responsive Advertisement

মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেসের পশ্চিম জিলা পরিষদের প্রার্থীরা

আগরতলা, ১৫ জুলাই : বর্তমানে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কংগ্রেসের প্রার্থীরা। ১৭টি আসনের জন্যে এদিন মনোনয়ন পত্র জমা দেন তারা। এদিন কংগ্রেস ভবন থেকে প্রার্থীরা সহ দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের দিকে যান। সেখানে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন গোমতী জেলায় গত শুক্রবার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা। সোমবার পশ্চিম জেলা সহ অন্যান্য জেলাগুলিতে মনোনয়ন জমা দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতেও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ