Advertisement

Responsive Advertisement

অসহায় বৃদ্ধাকে থানা থানার তরফে কোন সহযোগিতা না করার অভিযোগ



আগরতলা, ১৬ জুলাই : প্রবীণ মহিলা নাগরিককে অসহযোগিতা করার অভিযোগ উঠোলো এডি নগর থানার ওসি'র বিরুদ্ধে। অসহায় বৃদ্ধা বাধ্য হয়ে এসডিপিওর কাছে আবেদন জানালেন। 
 রাজ্য সরকার যেখানে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে সমাজের প্রতিটি অংশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ গুরুত্ব দিচ্ছে সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষদেরকে। সরকারের এই নীতি আদর্শের বিপরীতে কাজ করছেন আমতলী থানার ওসি বলে অভিযোগ। তার এহেনো আচরণে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করছে বলেও অভিযোগ। মধ্য বাধারঘাটের মিলন চক্র এলাকার অবিবাহিত বাসিন্দা বছর ৭৮এর বৃদ্ধা দিব্যাঙ্গ কান্তি রানী ভট্টাচার্য্য। আর্থিক সুবিধার কথা চিন্তা করে তার বাড়িতে কমলপুর এলাকার বাসিন্দা পেশায় মুড়ি ব্যবসায়ী পরিমল শীল নামে এক ব্যক্তিকে ২৬/১০/২০১৮ইং ঘর ভাড়া দিয়ে ছিলেন। চুক্তিপত্র অনুসারে ০১/১২/২০২১ইং ভাড়াটিয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও পরিমল শীল তার ঘর ছাড়ছে না, এমনকি তার ন্যায্য ভাড়াও দিচ্ছেন উপরন্ত একা এই মহিলাকে নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে বাড়ি আত্মসাত করার চেষ্টা করছে বলেও মহিলার অভিযোগ। এমন কি রাতের আঁধারে নেশা পান করে বন্ধুবান্ধব নিয়ে বাড়িতে এসে মহিলাকে গালিগালাজ এমনকি শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে মহিলা নিজের জীবনের নিরাপত্তা এবং অবৈধ জবরদখল মুক্ত করার আবেদন জানালেও কোন কাজ হচ্ছে না। উপরন্তু ওই ব্যক্তি নানাভাবে তাকে হয়রানি করছে। থানাতে একাধিকবার অভিযোগ জানানোর পরও ফল না হওয়ায় বাধ্য হয়ে তিনি আমতলী এলাকার এসডিপিওকে আবেদন জানিয়েছে পাওয়ার আশা করছেন। 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ