Advertisement

Responsive Advertisement

মডার্ন ডে সেফটি ফর ওমেন বিষয়ক একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত ধর্মনগরে



অয়ন নাগ, ধর্মনগর, ২৯ জুন : ধর্মনগরের গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মর্ডান ডে সেফটি ফর উইমেন নিয়ে একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বর্ষা বরাদ্দাজ, মেন্টর হিসেবে ছিলেন দিব্যজ্যোতি দাস এবং ধর্মনগর ওমেন পুলিশ স্টেশনের ওসি শিপ্রা দাস। বর্তমানে যেভাবে মেয়েদের নানা ভাবে নির্যাতন করা হচ্ছে তা থেকে কেমন করে মেয়েরা রক্ষা পাবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। ডিজিটাল মাধ্যমে নানা ধরনের কুৎসিত আচরণ থেকে ছাত্রীদের রক্ষা করতে এবং ছাত্রীদের সজাগ করতে এই আলোচনায় মূল্যবান পরামর্শ দেওয়া হয় । ২০১২ সালে পর দেশে পসকো আইন প্রবর্তিত হয়েছে। তার আগে সিআরপিসি বা আইপিসি দিয়ে তাদের বিচার করার ব্যবস্থা ছিল। এখন এই আইন প্রয়োগের মাধ্যমে মোট ৪২টি ধারা প্রয়োগে এদের বিচার ব্যবস্থা সঠিক করা হয়। আধুনিক যুগে মোবাইল এ ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে প্রভৃতিতে মেয়েরা বিভিন্নভাবে নির্যাতিত হয়। তাছাড়া এক ধরনের ঔষধ রয়েছে যা খাদ্যের সঙ্গে মিশিয়ে দিলে মেয়েদের বিষক্রিয়ার মাধ্যমে তারা বেহুশ হয়ে যায়। কখন মেয়েদের নানারকম ছবি তুলে ব্ল্যাকমেইলিং করা হয় তা থেকে বাঁচতে মেয়েরা কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে আলোচনা বা প্রশিক্ষণ দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ