Advertisement

Responsive Advertisement

বন্যা প্লাবন সম্পর্কে মানুষদের সচেতন করতে বিলোনিয়ায় রেলি অনুষ্ঠিত


 উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৭ জুন : এখন জুন মাস বন্যা প্লাবনের সময়। তাই এই সময় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, বন্যার হাত থেকে জনগনকে রক্ষা করার জন্য বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়। তাই জাতিসংঘ ২৫ জুনকে বন্যাপ্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিবস উপলক্ষ্যে বাড়ির আশপাশের জলাশয় গুলোকে রক্ষা করে রাখা সহ শিশুদের প্রতি নজরদারি রাখার বার্তা দিতে জন সচেতনতা মূলক এক রেলি সংঘটিত হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে। বৃহস্পতিবার সকালে রেলিটি সংঘটিত হয় মহকুমা প্রশাসনের কার্যালয় সামনে থেকে। সিভিল ভলেন্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই রেলিতে অংশ গ্ৰহন করেন। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার শেষ হয় মহাকুমা শাসক কার্যালয়ের সামনে। এই দিনের রেলিতে বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস, ডিসিএম অরিজিৎ পাল, সঞ্জয় শীল , সনদ দেওয়ান, বর্ণিতা সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ