আগরতলা, ২৪ জুন : বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল পূর্ণবয়স্ক এক বন্য হাতির। সোমবার এই ঘটনাটি ঘটে ত্রিপুরার গোমতী জেলার অমরপুর-উদয়পুর সড়কের মাতরাঙ্গিবাড়ি এলাকার জঙ্গলে। স্থানীয় মানুষ জঙ্গল থেকে জ্বালানি লাকড়ি সংগ্রহ করে গিয়ে দেখেতে পান একটি বন্যহাতি মাটিতে পড়ে রয়েছে। সাথে সাথে তারা খবর দেন বন দপ্তরে। এই ঘটনার খবর পেয়ে বনকর্মী সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। হাতিরটির মৃতদেহ যে জায়গায় পড়ে রয়েছে সেখানে মাটি থেকে প্রায় ৮ ফুট উচ্চতায় বিদ্যুতের এস টি লাইন ঝুলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই তারে সুর লেগে যাওয়ায় মৃত্যু হয়েছে বন্যহাতির। বন্য হাতির মৃত্যুর জন্য এলাকাবাসী বিদ্যুৎ নিগমকে দায়ী করছেন। বনকর্মীরা জানান দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ