Advertisement

Responsive Advertisement

মে মাসের শেষ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে

আগরতলা, ২১ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল চলতি মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ করার জন্য চেষ্টা চলছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে একথা জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গনচৌধুরী। তিনি আরো জানান এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজারের চেয়ে সামান্য বেশি এবং মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৩ হাজার। খাতা দেখার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। মাধ্যমিকের খাতা দেখা হয়েছে চারটি সেন্টারে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দুটি সেন্টারে দেখা হয়েছে। ৯ মে খাতা দেখার কাজ সম্পন্ন হয়ে যায় এবং ১০মে সবকটি সেন্টার থেকে খাতাগুলি মধ্যশিক্ষা পর্ষদের অফিসে চলে আসে তারপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফল প্রকাশের জন্য পরবর্তী পর্যায়ে যে কাজ রয়েছে এগুলি এখন চলছে। এই কাজগুলো শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। 
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর যে সকল ছাত্র-ছাত্রী পাস করতে পারেনি তাদেরকে পাস করানোর জন্য বছর বাঁচাও পরীক্ষার আয়োজন করা হবে। এর জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ