Advertisement

Responsive Advertisement

মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে যে সকল ছাত্র-ছাত্রী পাশ করেছে তাদেরকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন এবং সংবর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণীর মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সর্বমোট ১০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা সহ এবং তাদের পড়াশুনাতে আরো উৎসাহিত করার জন্য প্রত্যেককে একটি করে ট্যাব উপহার হিসেবে দেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে উচ্চমাধ্যমিকের সাতজন এবং মাধ্যমিকের তিনজন ছাত্রছাত্রী ছিল। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করে জানতে চান কে কি বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, সমাজের কল্যাণের বিষয়ে তারা কতটুকু সচেতন। প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান পাশাপাশি সমাজের জন্য তাদের যে দায়িত্ব রয়েছে তাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ