Advertisement

Responsive Advertisement

শহরের জমা জলের নিকাশি ব্যবস্থা ঘুরে দেখলেন মেয়র


আগরতলা, ২৭ মে : ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে রাজ্যের দূর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি আগরতলা পুর নিগম সর্বোত ভাবে প্রস্তুত রয়েছে। সোমবার জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজ্যেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে। আগরতলা শহরে বিভিন্ন জায়গায় জম জমে যাচ্ছে। জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্প গুলি ঠিক ঠাক ভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার সহ নিগমের কর্পোরেটর রত্না দত্ত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সেই জল ঠিকমতো নিকেশ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন। তার কথায়, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগম যথেষ্ট প্রস্তুত রয়েছে। বিপর্যয় মোকাবিলা করার জন্য পুর নিগমের উদ্যোগে অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জলের পাম্প মেশিন চালু রয়েছে। কিন্তু বজ্রপাতের কারণে রাজ্যে বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। তখন জলের পাম্প মেশিনগুলি বন্ধ থাকার কারণে জল নিষ্কাশনী ব্যবস্হায় সমস্যা দেখা দেয়। তাছাড়া, দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগমের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ