Advertisement

Responsive Advertisement

বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত নৌ বিহার উৎসব

বিশ্বেশ্বরম মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে : বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে নানান ধর্মীয় কর্মসূচী করে থাকেন প্রভু করুনেশ্বর মাধব দাস। প্রভুর উপস্থিতিতে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে ব্যাপক উৎসাহের সহিত ধর্মীয় কর্মসূচী করা হয়। রাজ্য ও বহি:রাজ্য থেকে এইসকল ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপকহারে লোকসমাগমঘটে। প্রভু করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে এইবছরও ব্যাপক উৎসাহের সহিত নৌ বিহার উৎসবের শুভ সূচনা করা হয়। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু ২১ দিন চন্দন যাত্রা করাহয়। শেষের ৪ দিন করা হয় নৌ বিহার উৎসব। রবিবার বিকেল থেকে শুরু হয় নৌ বিহার উৎসব আগামী ৩০ শে মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে পুকুর না থাকার ফলে ভক্তবৃন্দরা কৃত্তিম পুকুর বানিয়ে ভগবান কৃষ্ণ ও রাধাকে নৌকায় চরিয়ে এই নৌ বিহার উৎসব পালন করছে। 
অনুষ্ঠানের প্রথমদিন প্রাকৃতিক দুর্যোগের ফলে ভক্তবৃন্দের সমাগম কিছুটা কম হলেও অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। আগামী কয়েকদিন এই অনুষ্ঠানে ব্যাপকহারে লোকসমাগম ঘটবে বলে জানান প্রভু করুনেশ্বর মাধব দাস। প্রভু জানান নৌ বিহার উৎসবে আগত ভক্তবৃন্দদের জন্য প্রতিদিন প্রসাদের ব্যাবস্থা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ