Advertisement

Responsive Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীদের গ্র্যাচুয়িটি দেওয়ার নির্দেশ আদালতের


 বৃহস্পতিবার, ৯ মে : রাজ্যের কর্মরত ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের লক্ষ্মী লাভের আশার বাণী শুনালেন মাননীয়উচ্চ আদালত। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও গ্র্যাচুয়িটি দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার উচ্চ আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে রায় দিয়েছে। রায়ের শেষে কর্মচারীদের পক্ষের আইনজীবীরা জানান ২০২১ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিলেন যে অঙ্গনারী কর্মীরা গ্র্যাচুয়িটি পাবেন। এই রায়ের প্রেক্ষিতে রাজ্যের অঙ্গনারী কর্মীরাও সরকারের কাছে গ্র্যাচুটি দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু সরকার তা দিতে অস্বীকার করা অবশেষে তারা বাধ্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। অবশেষে উচ্চ আদালত তাদেরকে গ্র্যাচুয়িটি প্রদানের নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালতের বিচারপতি এস দত্তপুরকাস তো এই রায় দিয়েছেন বলেও জানান আইনজীবীরা।এই রায়ের ফলে রাজ্যে কর্মরত ১০ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা এই সুবিধা পাবেন। পাশাপাশি তাদেরকে সাত শতাংশ সুদ সহ বকেয়া গ্রেচুয়িটি দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ