আগরতলা, ২৮ মে: সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় সারা রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রাজ্যের বহু এলাকার নিচু এলাকায় জল দাঁড়িয়ে পড়েছে। সবজি এবং ধানের জমিও জলের তলায় তলিয়ে গিয়েছে। বড়মুড়া পাহাড়ে ভারী বৃষ্টির জেরে এই জল হাওড়া নদী হয়ে নেমে এসেছে সমতল এলাকায়। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী খয়েরপুর জিরানিয়া বলদাখাল সহ আশেপাশের নিচু এলাকার বাড়িঘর এবং ফসলি জমি জলের তলায় চলে যায়। মূলত সোমবারের ভারী বৃষ্টিতে জল জমে।
এই এলাকায় কৃষি জমির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মঙ্গলবার পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। তার সঙ্গে ছিলেন পানীয় এলাকার জনপ্রতিনিধিরাও। তারা কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন।
0 মন্তব্যসমূহ