Advertisement

Responsive Advertisement

এম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচারের সময় আটক ২ জন

আগরতলা, ১০এপ্রিল : ত্রিপুরা সরকারের আহবানে সাড়া দিয়ে নেশা বিরোধী অভিযান জারি রেখেছে পুলিশ। বিশেষ করে ৮ নম্বর জাতীয় সড়ক এবং ট্রেনে করে গাঁজা রাজ্য থেকে রাজ্যে নিয়ে যায় আন্ত:রাজ্য নেশা পাচারকারীরা। তাই বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালায়। 
তাই পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজা পাচারের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। বুধবার একটি বোলেরো গাড়িকে অ্যাম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচার করার সময় ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশের হাতে ধরা পড়ে। কুমারঘাট থানার এক আধিকারিক জানান তাদের কাছে আগাম খবর ছিল একটি গাড়িকে অ্যাম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচার করা হচ্ছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তারা জাতীয় সড়কের নাকায় বাড়তি নজরদারি চালান, অন্য সময় তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি না চালালেও এদিন তল্লাশি চালান এবং ভুয়া অ্যাম্বুলেন্স থেকে ২১ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। প্যাকেট গুলিতে ২৭২ কেজি শুকনো গাঁজা ছিল। সেই সঙ্গে দুজন পাচারকারীকেও গাড়ি থেকে আটক করা হয় । তাদের নাম টিটন মিয়া বছর (১৮) এবং মামন মিয়া বয়স ( ১৯)। দুইজনের বাড়ি যথাক্রমে সোনামুড়া তামছা বাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায়। গাঁজা গুলির বাজার মূল্য ৫৫ লাখ টাকার বেশী। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ