Advertisement

Responsive Advertisement

দিল্লিতে পদ্মশ্রী পি টি ঊষার সঙ্গে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠক

আগরতলা, ২৯এপ্রিল : ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদ্মশ্রী পি টি ঊষা এক মিটিং এর আহ্বান করেন ভারতের বিভিন্ন রাজ্যের অলিম্পিক এসোসিয়েশন প্রতিনিধিদের নিয়ে। এমিটিং অনুষ্ঠিত হয় নিউ দিল্লি অলিম্পিক ভবনে। এতে আমন্ত্রিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায় , সহ-সম্পাদক লিটন রয়। 
এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা বিভিন্ন রাজ্যের এর উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং ন্যাশনাল গেমস নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের অলিম্পিক এসোসিয়েশনের ভোটিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়। পদ্মশ্রী সভাপতি পি টি ঊষা ত্রিপুরার জন্য বিশেষ ও আলাদা ভাবে আলোচনা করেন, ত্রিপুরা যে সমস্যা চলছে অলিম্পিক মুভমেন্ট নিয়ে এটা কিছুদিনের মধ্যে তা নিরসন করবেন বলে উনি আশ্বাস দেন। এ ব্যাপারে উনি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং রাজ্যের খেলোয়ারদের স্বার্থে যা যা করার এই ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। এতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসেশনের কর্মকর্তারা আশাবাদী যে আগামী দিন অ্যাসোসিয়েশন নিয়ে ঝামেলা হচ্ছে সেটা নিরসন হবে এবং ২০০৮ এর পর এই প্রথম ত্রিপুরা অলিম্পিকেশন মান্যতা দিয়ে লেটার দিয়ে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর জন্য ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনে এডভাইসারি কমিটির চেয়ারম্যান রতন সাহা। এছাড়া অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাদের সাথে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন কর্মকর্তারা বৈঠক করেন যাতে ত্রিপুরা রাজ্যের অ্যাটলেটিক্স প্লেয়ারা বঞ্চিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করা জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি নয়া দিল্লির শাস্ত্রী ভবনে মিনিস্ট্রি অফ স্পোর্টস ইউত অ্যাফেয়ার্স এর আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা হয়। সেই সভায় ত্রিপুরা রাজ্যের খেলাধুলার মান উন্নত করার জন্য এবং ত্রিপুরার যে অলিম্পিকের সমস্যা হচ্ছে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়। তারা আশ্বস্ত করেন ভারত সরকারের পক্ষ থেকেও যা যা করার তা সে ব্যবস্থা গ্রহণ করবে এবং সমস্যা নিরসনের আশ্বাস দেন। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় প্রেস রিলিজের মাধ্যমে এখবর জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ