Advertisement

Responsive Advertisement

কাজে গাফিলতির দায়ে লোকসভা নির্বাচনে দপ্তরে কর্মরত ২৭ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত


আগরতলা, ২৯ এপ্রিল : রাজ্যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ২৭ জন কর্মচারীদের নির্বাচনী আদর্শ আচরণবিধি উলঙ্ঘন এবং নির্বাচনী কাজে গাফিলতির দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার এক চিঠিতে মুখ্য নির্বাচন আধিকারিক সেই সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বরখাস্থ্কৃত কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের কার্যক্রম গ্রহণ করার জন্য আহ্বান করেন। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান যদি কোন দপ্তর তাদের সংশ্লিষ্ট কোন কর্মচারীর উপর থেকে সাময়িক বরখাস্তের আদেশ তুলতে চায় তবে অবশ্যই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয়ের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন থেকে সম্মতি আনতে হবে। নির্বাচন দপ্তরের তরফে এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়েছে। 
আরো জানানো হয়, ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের ভোট গ্রহণ উপলক্ষে গত ১৬-১৭ এপ্রিল, ২০২৪ ইং ভোটের কাজে নিযুক্ত কর্মচারীদের এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের ব্যালটের মাধ্যমে ফেসিলেশন সেন্টারে ভোট গ্রহণ করা হয়। রাজ্যের ৬০ টি বিধানসভা ক্ষেত্রের যে সকল ভোটার ভোট দান করেন সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারি রিটার্নিং অফিসারগণ এই সকল ব্যালট পেপার আজ ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসারের কাছে জমা করেন এবং ব্যালটগুলি ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসারের স্ট্রংরুমে করা নিরাপত্তায় রাখা হয়। একইভাবে ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপ-নির্বাচনের জন্য ব্যালট পেপারের মাধ্যমে ফেসিলেশন সেন্টারে যারা ভোট দিয়েছেন সে ব্যালট পেপারগুলিও ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপ-নির্বাচনের কাজে নিযুক্ত রিটার্নিং অফিসারের স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ