Advertisement

Responsive Advertisement

খোয়াই'র ৭৫ তম শিব চতুর্দশী মেলা ও প্রদর্শনীতে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের স্টল নজর কেড়েছে


খোয়াই, ৮ মার্চ : খোয়াই এর শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত ৭৫ তম শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী। শুক্রবার এই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। এদিন মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্য। প্রদর্শনীতে বিভিন্ন দপ্তর থেকে তাদের উন্নয়ন মূলক কাজের স্টল খোলা হয়।
 এই স্টল গুলির মধ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের প্রদর্শনী স্টলটি সকলের নজর কেড়েছে, খুব সুন্দর করে সাজানোর জন্যই মেলায় আশা লোকেদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই স্টলে। এই স্টলে মহকুমার বিভিন্ন জায়গার চাষীদের সবজি এবং ফুল প্রদর্শন করা হয়েছে। মন্ত্রী সুধাংশু দাসসহ উপস্থিত অন্যান্যরা ফিতা কেটে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি স্টলে প্রদর্শিত বিভিন্ন ধরনের সবজি এবং ফুলগুলো ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত নাথ অতিথিদের স্টল ঘুরিয়ে দেখান। 
উল্লেখ্য ১৯৫০ সালে সূচনা হয় এই মেলার। তৎকালীন এলাকার প্রবীণ নাগরিক শচীন্দ্র দেব বর্মনের উদ্যোগে শুরু হয় এই মেলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ