Advertisement

Responsive Advertisement

হাত ছেড়ে পদ্ম শিবিরে ছাত্রনেতা সম্রাট এবং তার অনুগামীরা


আগরতলা, ৩ মার্চ : এন এস ইউ আই থেকে বের হয়ে যাওয়ার পর প্রকাশ্যে শক্তি প্রদর্শন করলেন ছাত্র নেতা সম্রাট রায় এবং সদল বলে যোগ দিলেন বিজেপিতে। রবিবার তার নেতৃত্বে আগরতলায় বিরাট মিছিল হয়। রবীন্দ্র ভবনের সামনে জামায়াতের পর শুরু হয় মিছিল। গোটা রাজ্য থেকেই এদিন ছাত্র যুবারা আসেন বলে দাবি করেন সম্রাট। তিনি এই দিনও বর্মন এন্ড কোঙ্গ এর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন। বলেন , ওরা কংগ্রেস ভবনেই থাকবেন। আর চা খাবেন। এর বেশি কিছু করতে পারবেন না। প্রকাশ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে চ্যালেঞ্জও জানান সম্রাট। বর্মন শিবিরের হাতে পড়ে রাজ্যে কংগ্রেসের ভবিষ্যত অন্ধকার বলে মন্তব্ব করেন তিনি। এই দিনের মিছিল ঘিরে সবার মধ্যেই বেশ উৎসাহ দেখা যায়। তবে রাজনৈতিক মহলের অভিমত সম্রাটের নেতৃত্বে এই মিছিলের পিছনে মদত রয়েছে বীরজিৎ শিবিরের।
 রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ঢোল নাগাড়া বাজিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজধানীর কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি ভবনে গিয়ে পৌঁছান সম্রাট এবং তার অনুগামীরা। সেখানে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ যুব মোর্চার সভাপতি এবং বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং মিডিয়া সেলের কনভেনার সুনীত সরকার উপস্থিত ছিলেন। তাদের হাত ধরে সম্রাট এবং তার সঙ্গী সাথীরা বিজেপিতে যোগদান করেন। নেতৃত্বরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের শামিল হওয়ার লক্ষ্যে সম্রাট রায় সহ কংগ্রেসের অনেক যুবনেতা এদিন বিজেপিতে যোগদান করেছেন। তাদের যোগদানের নিঃসন্দেহে বিজেপিকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ