Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চার খয়েরপুর মণ্ডলের উদ্যোগে গোমাতা পূজা ও চৌপাল অনুষ্ঠিত


আগরতলা, ১০মার্চ : ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার খয়েরপুর মন্ডলের উদ্যোগে মেখলী পাড়া চা বাগান শিববাড়ি প্রাঙ্গনে গোমাতা পূজা ট্র্যাক্টর পূজা ও চৌপল অনুষ্ঠিত হয়। রবিবারের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খয়েরপুরের জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলে প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সম্পাদিকা প্রতীচি ভৌমিক, মোর্চা গ্রামীণ জেলা সভাপতি সমরেশ বিশ্বাস বিজেপি খয়েরপুর মন্ডল সভাপতিসহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।
বিশেষ অতিথির ভাষনে প্রদীপ বরণ রায় বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণে যেসব প্রকল্প হাতে নিয়েছেন সেগুলির বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদির ১০ বছরের শাসন কৃষকের স্বর্ণযুগ ২০১৮ এর পূর্বে ত্রিপুরার কৃষক রেগার শ্রমিকের কাজ করতেন রিক্সা চালাতেন কৃষি কাজ করে লাভবান হতেন না, তাই আমাদের সরকার এসে এফসিআইএর মাধ্যমে উচ্চমূল্যে ধান ক্রয় করে কৃষকের আয় বৃদ্ধি করেছেন এবং ত্রিপুরা খাদ্যে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। রাজ্যের দক্ষিণ ত্রিপুরা গোমতী এবং সিপাহীজলা জেলা এরই মধ্যে খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে খাদ্যশস্য উদ্বৃত্ত জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। খোয়াই জেলা খাদ্য উৎপাদনে সমান সমান হয়ে গেছে। ধলাই উনকোটি ও উত্তর জেলা উৎপাদনে এগিয়ে যাচ্ছে। এটাই হলো ডবল ইঞ্জিন সরকারের কৃষি নীতি ও কৃষক কল্যাণের ফল। মুখ্য অতিথির ভাষণে বিধায়ক রতন চক্রবর্তী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন বিশেষ করে মহিলাদের জন্য আমাদের যশ্বস্বী প্রধানমন্ত্রী যে সকল প্রকল্প নিয়েছেন সেগুলির সুফল আজ মহিলারা পাচ্ছেন তিনি আরও বলেছেন গ্রামের গরীব মহিলারা মোদির শাসনকালে ভাল আছেন। ত্রিপুরাবাসী অনেক কিছু পেয়েছে শৌচালয় থেকে শুরু করে ঘর উজ্বলা যোজনায় গ্যাস জল স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান কার্ড উন্নত শিক্ষা ব্যবস্থা যোগাযোগ পর্যটন এবং সবদিক থেকে আজ ত্রিপুরা শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে এটাই ডবল ইঞ্জিন সরকারের সুফল তাই আগামী লোকসভায় আমাদের দুটি আসনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে মোদীজি কে উপহার দিতে হবে। বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ