Advertisement

Responsive Advertisement

মোহনপুর মন্ডলে ঘর ঘর অভিযানেও রেকর্ড

আগরতলা, ২১মার্চ : প্রদেশ বিজেপির একদিনে রাজ্য জুড়ে ঘর ঘর অভিযান সূচনা কার্যক্রম মোহনপুর মন্ডলের ৩৩ নং বুথে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদেশ বিজেপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় বিজেপি রাজ্য কমিটির সদস্য সমর রায় সহ বিজেপি মোহনপুর মন্ডলের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ এবং যুবনেতা জয়লাল দাস, ফুলন মালাকার সহ বুথের পাঁচ শতাধিক বিজেপি সমর্থক। ডিএম কলোনি বাজার সংলগ্ন পাড়াতে ঘর ঘর অভিযান শুরু হয় প্রায় শতাধিক বাড়িতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হয় এবং নেতাগণ মোদির পক্ষ থেকে প্রবীণ ভোটদাতা গণকে প্রণাম জানান। পরে পাঁচ শতাধিক সমর্থক সহ আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সদস্য তথা পশ্চিম আসন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বিরাট মিছিল বুথের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে বাজার সংলগ্ন নাট মন্দিরে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় নরেন্দ্র মোদীকে অবতার পুরুষ বলে বর্ণনা করেন এবং উনার শাসনকালে গরীব মানুষের যে কল্যাণ হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন।
তিনি আরো বলেন ডবল ইঞ্জিন সরকারের ছয় বছরে ত্রিপুরার কৃষকের সবচাইতে বেশি উন্নতি হয়েছে আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কৃষি পর্যটন যোগাযোগ সহ সব বিষয়ে প্রভূত উন্নতি হয়েছে এবং মোহনপুর বাসীর উন্নয়নে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তার প্রশংসা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য সমর রায় যুব নেতা জয় লাল দাস ও মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, বক্তাগণ ডবল ইঞ্জিন সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে বিরাট ব্যবধানে জয়ী করার জন্য উপস্থিত সমর্থকদের প্রতি আহ্বান রাখেন। ঘর অভিযান নির্বাচনী মিছিল ও সভায় রেকর্ড সংখ্যা মহিলাদের উপস্থিতি ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ