Advertisement

Responsive Advertisement

বিলোনিয়ার শ্রীশ্রী ঠাকুর রামঠাকুরের পদ স্পর্শপূর্ণ তীর্থ পিঠস্থান স্মৃতি মন্দিরের ৪৭ তম উৎসবের শুরু


বিলোনিয়া, ২৩ মার্চ : বেদবাণী পাঠ ও গঙ্গা আনায়নের মধ্যে দিয়ে শুক্রবার থেকে পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুর রামঠাকুরের পদ স্পর্শপূর্ণ তীর্থ পিঠস্থান স্মৃতি মন্দিরের ৪৭ তম উৎসবের শুভ আরম্ভ হয়। উৎসবের দিনগুলিতে সকলের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকে। ঠাকুরের স্মৃতি বিজড়িত বিলোনিয়া স্মৃতি মন্দিরে শুরু হলো দোল উৎসব।দোল উৎসব উপলক্ষে দেশ বিদেশের ভক্তদের মহামিলনের পূন্যভূমিতে পরিনত হয় এই শ্রীরাম নিবাসের স্মৃতি মন্দির। ২২ই মার্চ শুক্রবার গঙ্গা আনায়নের মধ্যে দিয়ে শুরু হলো দোল উৎসব। ২৫ শে মার্চ মহাপ্রসাদ বিতরন। ২৬ শে মার্চ মঙ্গলবার নগরকীর্তনের মধ্যে দিয়ে হবে উৎসবের সমাপন। এবিষয়ে বর্তমান স্মৃতিমন্দিরের কর্মকর্তাগন জানান, এবার ঠাকুরের ৪৭ তম দোল উৎসব ভক্তদের মহামিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব, ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত এই স্থানটি হল ঠাকুরের লীলা ভূমি , এই স্মৃতি মন্দির হলো ঠাকুরের লীলা ক্ষেত্র , ঠাকুরের পদস্পর্শে ধন্য স্মৃতি মন্দির। ঠাকুর নিজেই বলে গেছেন বৃন্দাবনের পর বিলোনীয়ার স্মৃতি মন্দির হলো আমার আর একটা লীলা ভূমি। স্মৃতি মন্দির আশ্রম প্রাঙ্গণে এখনো ঠাকুরের ব্যাবহ্রিত বিভিন্ন জিনিস গুলি রক্ষন শালাতে আছে, ভক্তরা এগুলো কে দর্শন করে পূন্য লাভ করে। উৎসব চলাকালীন সময়ে অগনিত ভক্তরা দিবারাত্রি দুবেলাই অন্ন প্রসাদ গ্রহন করে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়এই স্মৃতি মন্দির , সকলের একটাই আশা ঠাকুরের এই পূণ্যভূমি ভক্তদের মহামিলন আনন্দে মুখরিত হয়ে উঠুক, পূর্ণ হোক ভক্তদের সকল মনস্কামনা।উৎসবে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে যাত্রী নিবাস এবং তাদের স্বাচ্ছন্দও খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকেও। উৎসবে আগতদের সহযোগিতায় রয়েছেন আশ্রমের স্বেচ্ছাসেবকরা। উৎসবের দিনগুলিতে সকলের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ