Advertisement

Responsive Advertisement

দশ বছরের শাসনে সরকার মানুষের কল্যাণে কোন কাজ করেনি অভিযোগ কংগ্রেসের

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : গত ১০ বছরে ভারতবাসীর সঙ্গে ব্যাপক অন্যায় চলছে। জিডিপি ইত্যাদি বড় বড় শব্দের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে মানুষের জন্য কোন কাজ হচ্ছে না। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে রাস্তাঘাটসহ পরিকাঠামোর কোন উন্নয়ন হয়নি। এই অভিযোগ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির লোকসভার উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ ম্যাথু এন্টনির। শনিবার বিকেলে আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, অনুন্নয়ন এবং মানুষের জন্য কোন কাজ না করায় বর্তমান সরকারের উপর মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। তাই আগামী লোকসভা নির্বাচনে মানুষ যেন তাদেরকে ক্ষমতারচ্যুত করে যোগ্য জবাব দেয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সর্বভারতীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ