Advertisement

Responsive Advertisement

রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে: মেয়র



আগরতলা, ২৯ফেব্রুয়ারী : রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে। তাই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার আগরতলার ধলেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ‘রক্তসঙ্কল্প ২০২৪’ ৪র্থ রক্তদান উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন মেয়র। তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার সচেতক কল্যাণী রায় সাহা , ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্য নন্দ মহারাজ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন মেয়র বলেন, এই রকম রক্তদান শিবির চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য বজায় রাখে।তার দাবি, বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই । রাজ্যে এখন রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগীকে আর মৃত্যু মুখে পতিত হতে হয় না। এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র। সেবা সংঘের কার্যালয়ে হয় শিবিরটি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ