Advertisement

Responsive Advertisement

উদয়পুরে আবারো রহস্য জনক ভাবে মৃত্যু হল এক ঝাঁক পাখির


আগরতলা, ২৯ফেব্রুয়ারী : আবারো উদয়পুরে পাখিদের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। বৃহস্পতিবার সকালে মন্দির নগরী উদয়পুরের সুখ সাগর জলাাসয়ের পাশে প্রাতঃ ভ্রমণ করতে আসা লোকজন লক্ষ্য করেন জলাশয়ের পাশের কিছু গাছ থেকে প্রচুর সংখ্যক পাখি মাটিতে লুটিয়ে পড়ছে ও ছটফট করে মারা যাচ্ছে । মৃত পাখি গুলির প্রায় সবকটিই বন্য সবুজ পায়রা। হঠাৎ করে এভাবে ঝাকে ঝাকে পাখিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। কোন সংক্রমক রোগের কারণে মৃত্যু হয়েছে নাকি অসাধু পাখি শিকারিরা কোথাও খাবারে বিষ প্রয়োগ করে পাখিগুলিকে মেরে ফেলেছে কিনা এখন এই প্রশ্নগুলি দেখা দিচ্ছে। তবে বনদপ্তর বা প্রাণিসম্পদ বিকাশ দপ্তর যদি মৃত্য পাখিগুলোর ময়নাতদন্ত করে তাহলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গত দুবছর আগে উদয়পুরে বিষ প্রয়োগ করে বেশ কিছু পরিযায়ী পাখি মেরে ফেলেছিল একদল শিকারি। তাই আশঙ্কা করা হচ্ছে এবারও হয়তো তা হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ