Advertisement

Responsive Advertisement

বিশালগড় বিধানসভার ৬০টি বুথেই পদ্ম ফুল ফোটানোর আহ্বান প্রদেশ সভাপতির

আগরতলা, ২৩ ফেব্রুয়ারী: বিশালগড় বিধানসভা আসনে মোট ৬০টি বুথ রয়েছে গত নির্বাচনে এর মধ্যে ৩৬টিতে বিজেপি জয়ী হয়েছিল ২৪টিতে জয়ী হওয়া যায়নি। আজ মন্ডল কনভেনশনে দাঁড়িয়ে সবাইকে শপথ নিতে হবে আগামী নির্বাচনে ৬০বুথে পদ্মফুল ফুটাতে হবে। ২৫বছর বামেদের শাসন ছিল বিশালগড়ে, ২০১৪সালে লোকসভা নির্বাচনে মোদী জয়ী হওয়ার পর এবং ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর বিশালগড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করা হয়েছে। আগে স্লোগান ছিল আমরা খাবো তোমরা বাদ কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর এই স্লোগান পরিবর্তন করে করা হয়েছে সবকা সাথ সবকা বিকাশ। এই কথাগুলির বক্তা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্যর। 
শুক্রবার ভারতীয় জনতা পার্টির বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত মন্ডল কনভেনশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন। 
এদিনের কনভেনশনে প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক ও যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ