Advertisement

Responsive Advertisement

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৭ ফেব্রুয়ারী : রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তরের রাজ্য ভিত্তিক উপদেষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। রাজধানী আগরতলার গন্ধিঘাট এলাকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে আয়োজিত এই বৈঠকের পৌরহিত্য করেন রাজ্য ভিত্তিক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এছাড়াও এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্যারা উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে সুব্রত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায় এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত সাংস্কৃতিক কমিটির উদ্যোগে রাজ্যজুড়ে যে সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে থাকে সারা বছর ধরে। এই বিষয় নিয়ে রাজ্যভিত্তিক উপদেষ্টা কমিটি রয়েছে পাশাপাশি মহকুমা ভিত্তিক সাংস্কৃতিক কমিটি থাকে। এই কমিটি গুলি ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। জেলা কমিটিগুলির চেয়ারম্যান জেলা সভাধিপতিরা হয়ে থাকেন। মেম্বার সেক্রেটারি হিসেবে থাকেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক। এই কমিটিগুলির সকল সদস্যদের নিয়ে আগরতলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকতার অফিসের কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর চাইছে রাজ্য সাংস্কৃতিক কর্মসূচি কি করে রাজ্য ব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। এই কাজে যদি নতুন কোন সংযোজন থাকে তাহলে যেমন এমন কোন সংস্কৃতি কর্মকান্ড যাদেরকে সংযোজিত করা হয়নি তাদের সংযুক্ত করা এবং আগামী বছর কি ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড রাজ্যে অনুষ্ঠিত হবে, তার একটি রূপরেখা প্রাথমিক ভাবে এদিন স্থির করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ