এই কর্মসূচীর অংশ হিসেবে এলাকাবাসীদের মধ্যে শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করলেন শনিবার। এদিন এই শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা বানী গুলো হলো শ্রীমদ্ভাগবত গীতা। হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ হচ্ছে গীতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বানী গুলো কলি যুগের মনুষদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণ ভাবে মিলে যায়।
মেয়র আরো বলেন, যদি আমরা গীতার বাণী বা উপদেশ গুলো আমাদের জীবনে অনুসরণ করি তবে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে। জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতিমুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
এদিন অদিতি ভট্টাচাৰ্য নানা বয়সী মানুষের মধ্যে গীতা বিতরণ করেন। সবাই শ্রদ্ধার সঙ্গে ও খুশী মনে গীতা গ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ