Advertisement

Responsive Advertisement

মজলিশপুর মন্ডলের সব কার্যকর্তাদের নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ৬ জানুয়ারি : শনিবার বিকেলে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে আয়োজিত এই বৈঠকে ১০ মজলিশপুর মন্ডলের সকল সদস্য-সদস্যারা, সমস্ত মন্ডল মোর্চার পূর্ণাঙ্গ কমিটি, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সহযোগী শাখা-সংগঠনের পদাধিকারী, বুথ পালক, বুথের ১১ জনের কমিটি, বিভিন্ন বুথের বুথ সভাপতি ও সক্রিয় কার্যকর্তা, সকল শক্তিকেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। গুরুত্বপূর্ণ বৈঠকের শুরুতেই তিনি সেখানে উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে দলের চলমান সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজ বিধানসভা কেন্দ্রে দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে মূল্যবান পরামর্শ দান করেন। তিনি এদিন বৈঠকে উপস্থিত সকল স্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়মিত ভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলার জন্য বলেন।এলাকার প্রতিটি জনগণের সুখে-দুঃখে বিপদে-আপদে পাশে থাকার জন্য তিনি মজলিশপুর মন্ডলের কার্যকর্তাদের নির্দেশ প্রদান করেন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ