Advertisement

Responsive Advertisement

পরিচয় করিয়ে দেই, জিবি হাসপাতালের শিল্পীকে...


                                    ডা. কনক চৌধুরী

হ্যাঁ, ঠিক শুনেছেন। উনি আমাদের আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের মডেলার(যিনি প্লাস্টার অফ প্যারিস দিয়ে বিভিন্ন ধরনের মডেল বানান এনাটমি ক্লাসের জন্য)। উনাকে আমি কেনো, এই হাসপাতালে কর্মরত আর কতোজন চিনেন একজন শিল্পী হিসেবে এব্যাপারে আমার সন্দেহ রয়েছে।
গৌতম আচার্যি বাবুকে আমি ডেকে পাঠিয়েছিলাম একটি ছুটির ফাইল দেখে।হিমাচলের সর্বভারতীয় চিত্র ও কলা উৎসবে ডাক পেয়েছিলেন তিনি। আমি তো অবাক।এতোবড় গুনী শিল্পী আমাদের মাঝেই,আর আমি তাকে চিনি না? স্বাস্থ্যের কোন অনুষ্ঠানে তো তাকে কখনো সম্বর্ধনা পেতে দেখিনি।আজ পুরষ্কার ও সার্টিফিকেট সহ ফিরে এলেন হিমাচল থেকে।
ছোটখাটো,মিতভাষী এই শিল্পী ত্রিপুরার জন্য গোল্ড মেডেল নিয়ে এসেছেন ভাষ্কর্য প্রতিযোগিতায়। সাথে কুড়ি হাজার টাকা।
আশেপাশের গুনীদেরকে খুঁজে নেয়া খুব জরুরী।তারাই আমাদের নিজস্বতার মাপকাঠি। 
শিল্পী গৌতম আচার্যি শুধু আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজেরই নন,তিনি ত্রিপুরা সহ সারা উত্তর পূর্বাঞ্চলের গর্ব।
আরো স্থানীয় শিল্প চাই, আরো অনেক অনেক পুরষ্কার।  সাবাশ শিল্পী।
০২/০১/২০২৪,
কনক চৌধুরী,
ত্রিপুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ