Advertisement

Responsive Advertisement

দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে বিনিফিসারী নির্ধারন করে অটোর পারমিট বিতরন


শান্তিরবাজার, ১০ জানুয়ারি : রাজ্য সরকার যুবকদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। যার মধ্যে যে সকল লোকজন অটো চালিয়ে নিজদের আর্থিক দিক দিয়ে সাবলম্বন করতে চাইছে সেই সকল লোকজনদের ঋনপ্রদানের মাধ্যমে অটোর পারমিট দিয়ে অটো কেনার সুযোগ করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে বুধবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্সহলে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে দক্ষিন জেলা থেকে ১৯ জন বেনিফিসারী নির্ধারনকরে অটোর পারমিট বিতরন করা হয়।
এই অনুষ্ঠানে অটোর পারমিট বিতরনের পূর্বে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রোড সেফটির উপর এক বিশেষ কর্মশালা করা হয়। এই কর্মশালার মাধ্যমে কি ভাবে যানবাহন চালানো প্রয়োজন, ট্রাফিকবিধি আইন মেনে সকলে যানবাহন চালানোর পরামর্শ প্রদান করা হয়। যেসকল লোকজেরা অটোর পারমিট পেয়ে নতুন অটোক্রয় করবে তারা যেন সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে গাড়ীর সকল কাগজপত্র করিয়ে নেয় এবং সর্বদা ট্রাফিক আইনের বিধিনিষেধ গুলো মেনে গাড়ী চালায় তার জন্য পরামর্শ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সোমেন দেব, মোটর ভেইকেলস ইনেস্পেক্টার সুভ্রজিত মজুমদার, জহর রিয়াং, ডি সি এম পবিত্র দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দরা ১৯ জন বেনিফিসারীর হাতে অটোর পারমিট তুলেদেয়। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ডিস্ট্রিক ট্রানফোর্ট অফিসার সোমেন দেব। দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অটোর পারমিট প্রাপকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ