অয়ন নাগ, ধর্মনগর, ৯ জানুয়ারি: আবারো নেশা বিরোধী অভিযানের সফলতা পেলো উত্তর জেলা পুলিশ, মঙ্গলবার বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ২নেশা কারবারিকে আটক করতে সক্ষম হলো পুলিশ। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধর্মনগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম পাড়ে আগের থেকেই উৎপাতে বসেছিল পুলিশ কর্মীরা। যথা সময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলে পুলিশ তাদের আটক করতে গেলে দুইজনকে ধরতে পারে। অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
যারা ধরা পড়েছে তাদের নাম বাহার উদ্দিন বয়স ২৪ বছর, বাড়ী আসামের পাথারকান্দি থানার অন্তর্গত চানখিরা এলাকায় এবং সুলতান আহমেদ, বয়স ২১ বছর, বাড়ী পাথারকান্দি থানার অন্তর্গত বান্দরখাল এলাকায়। দুজনের কাছ থেকে মোট সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এগুলির কালোবাজার মূল্য ৩৫ লক্ষ টাকার উপর। জেলা পুলিশ সুপার ভানুপদ পদ চক্রবর্তী আরো জানান, ইয়াবা ট্যাবলেট এতই ভয়ংকর নেশা যে একবার গ্রহণ করলে তিন দিন পর্যন্ত নেশায় বুদ হয়ে থাকে।
তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে নেশা কারবারি পালিয়ে গেছে তাকেও অতিসত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ