Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা বাইক দুর্ঘটনায় আসামের দুই যুবকের মৃত্যু

অয়ান নাগ, ধর্মনগর, ১২জানুয়ারি : ৮নম্বর আসাম-আগরতলা জাতীয় সড়কের ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুইজনের। এর হল বাইক চালক ও বাইক আরোহী। ঘটনাটি সংগঠিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর জেলার বাগবাসা থানাধীন নওয়াগাং বাজার সংলগ্ন এলাকায়। পরবর্তীতে তাদের স্থানীয় এলাকাবাসী ও বাগবাসা পুলিশের সহযোগিতায় ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাইক চালক ও বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রোহিত রাজ কুমার (২৪) বাবা রামকৃষ্ণ রাজকুমার বাড়ি আসামের শিলচার বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে বাইকে থাকা অপরজন আসামের বাসিন্দা হতে পারে। কিন্তু অপর যুবকের পরিচয় পাওয়া এখন যায়নি। এদিকে রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়। ঘটনাটি সংগঠিত হওয়ার পর ট্রিপার গাড়ির চালককে আটক করে বাগবাসা থানায় নিয়ে আসে পুলিশ। আটক হওয়া টিপ্পার গাড়ির চালকের নাম আপন নাথ (২৬)। বাড়ি ধর্মনগরের যু্বরাজনগর বিধানসভার কালিকাপুর এলাকায়। এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমার SDPO দেবাশীষ সাহা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ