শান্তিরবাজার, ২৬ ডিসেম্বর : রাজ্যের দক্ষিণ জেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতাছড়ার এক নাবালিকা গত ২০ তারিখ বুধবার বাড়ীড় পাশ্ববর্তী এলাকায় মেলা দেখতে বেরিয়ে আর ঘরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর নাবালিকা মেয়ের কোনো প্রকারের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত অভিযোগ জানান। অবশেষে নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দারস্ত হলেন অসহায় পিতা। তিনি জানান মনাইপাথর এলাকার বাসিন্দা অমল নোয়াতিয়া উনার নাবালিকা মেয়েকে মেলা থেকে নিয়ে গেছে। সুত্রের খবর অনুযায়ী জানা যায় অমল নোয়াতিয়া বিবাহিত।
তার ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে এবং বর্তমানেও সহধর্মীনি অন্তসত্তা। এই অবস্থায় অলম নোয়াতিয়া সহধর্মীনিকে রেখে নাবিকা মেয়েকে নিয়ে চলেগেছে। বর্তমানে শান্তিরবাজার মহকুমা শাসক বাল্য বিবাহরোধে প্রতিনিয়ত সচেতনতা অনুষ্ঠান করে যাচ্ছেন এবং মহকুমা শাসকের নিকট কোনো নাবালিকা মেয়ের বিবাহের খবর আসলে দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহন করছেন। এখন নাবালিকার বাবা আশাবাদী সংবাদ প্রকাশের পর মহকুমা শাসক ও প্রসাশন দ্রুততার সহিত তার নাবালিকা মেয়েকে উদ্ধার করতে সক্ষম হবে এবং যে ছেলেটি নাবালিকাকে অপহরন করেনিয়েছে তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করবে। এখন দেখার বিষয় প্রসাশন এই ব্যাপারে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।
0 মন্তব্যসমূহ