Advertisement

Responsive Advertisement

লক্ষ টাকার হেরোইন সহ কদমতলায় আটক আসামের ১ যুবক

ধর্মনগর, ২০ ডিসেম্বর : ত্রিপুরার উত্তর জেলা থেকে নিষিদ্ধ নেশা দ্রব্যসহ আসামের এক যুবক আটক। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার কদমতলা থানার ওসি শিবরঞ্জন দে'র নেতৃত্বে পুলিশ স্থানীয় হাঁপাইটিলা এলাকা থেকে আসাম রাজ্যের পাথারকান্দি থানা এলাকার বাসিন্দা রশিদ আহমেদ (১৯) নামের এক যুবককে আটক করে। তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে ৬প্যাকেটে মোট ৪৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর জানান উদ্ধার হওয়া হেরোইন এর কালোবাজারি মূল্য প্রায় ৪০লক্ষ টাকা। পুলিশকে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সে জানায় পাথারকান্দি থেকে হেরোইন গুলো নিয়ে এসেছিল আগরতলার নিয়ে যাওয়ার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ