Advertisement

Responsive Advertisement

রাজধানীর অদ্বৈত মল্লবর্মণ অতিথিশালা পরিদর্শন করে অসন্তোষ ব্যক্ত করলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৩ ডিসেম্বর : বিভিন্ন অফিসে ঝটিকা সফল জারি রয়েছে রাজ্যে তপশিলি জাতি, প্রাণী সম্পদ ও মৎস দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের। মূলত অফিস গুলিতে কর্মসংস্কৃতি, সুন্দর ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ। এরই অংশ হিসেবে বুধবার আচমকাই রাজধানী আগরতলার অফিস লেনস্থিত অদ্বৈত মল্লবর্মন অতিথিশালা পরিদর্শনে যান তিনি। 
সেখানে গিয়ে একাংশ কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক ও ক্ষুব্ধ হয়ে যান মন্ত্রী সুধাংশু দাস। সরকারি অতিথিশালা থেকে মদের বোতল বের করলেন খোদ মন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে কর্মীদের অথিতিশালা পরিষ্কার করার সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, অতিথিশালার ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন। কিন্তু দুর্ভোগে বিষয় পরিদর্শনে এসে তিনি দেখতে পেয়েছেন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই অথিতিশালা। ঘর থেকে শুরু করে শৌচালয় অপরিষ্কার অবস্থায় রয়েছে। কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক হয়েছেন মন্ত্রী বলে জানান। এদিন তিনি কর্মীদের হঁশিয়ারি দিয়ে বলেন, আগত অতিথিদের সঠিক পরিষেবা প্রদান না করা হলে সরকারের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে অথিতিশালা পরিষ্কার করার সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি। 
 এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন তপশিলি জাতি মোর্চার সহ তফসিল জাতি কল্যাণ দপ্তরের সচিব অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ