Advertisement

Responsive Advertisement

সোফা সেটের ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে প্রায় ১৫২কেজি শুকনো গাঁজা উদ্ধার

অয়ন নাগ, ধর্মনগর, ১৮ ডিসেম্বর : ত্রিপুরা থেকে বহি:রাজ্যে গাঁজা পাচারের জন্য প্রায় প্রতিদিনই নতুন নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। পুলিশের চোখ এড়িয়ে গাঁজা পাচারের জন্য এইসব কৌশল অবলম্বন করছে তার, কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রে সফলতা পাচ্ছে না পাচারকারীরা। আবার এমনই এক ঘটনা ঘটলো আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি এলাকায়। গৃহস্থালী জিনিসের সঙ্গে সোফা সেটের ভেতরে গাঁজা রেখে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা, তারপরও পুলিশের হাতে ধরা পড়ল। এই বিষয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিদিনের ন্যায় চুড়াইবাড়ি থানার পুলিশ ৮নম্বর জাতীয় নাকা পয়েন্টের রুটিন তল্লাশির সময় একটি ছয় চাকার গৃহস্থালী সামগ্রী বোঝাাই লরি দেখে সন্দেহ হয়। তখন সামগ্রী তল্লাশি গুলি করলে তিনটি সোফা সেটের ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে প্রায় ১৫২কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সেই সঙ্গের লরির চালক এবং সহচালককেও আটক করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ