Advertisement

Responsive Advertisement

বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোকব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৮ ডিসেম্বর : রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সকলের প্রিয় সুনদা'র মৃত্যুতে শোকাহত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি এ দিন মৃতদেহ আগরতলা বিমানবন্দরে আসার আগেই ছুটে যান সেখানে। মৃতদেহ যখন শোকযাত্রা করে মহাকরণ বিধানসভা ভবন দলীয় কার্যালয় রামনগরের বাড়ি হয়ে বটতলা মহাশ্মশানে যায়, পুরো যাত্রাতেই মৃতদেহের সঙ্গে ছিলেন তিনি। সুরজিৎ দত্তের মৃত্যুতে তিনি কতটুকু শোকাহত হয়েছেন তা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট থেকে অনুভব করা যায়। নিজের মনের ব্যাথা ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার লিখেছেন - "যার হাত ধরে আমার রাজনীতির জগতে পথ চলা, পারিবারিক সদস্য প্রবীণ রাজনীতিবিদ।
স্বর্গীয় সুরজিৎ দত্ত (সুনু দা) মহাশয় শুধু একজন বিধায়কই ছিলেন না, তিনি ছিলেন সবার খুব আপনজন। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলায় তাঁর গুণমুগ্ধদের সংখ্যা অগনিত।
 আজ বিদায় বেলায় উনার বাসভবনে তাঁর পার্থিব দেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করি।এই আবেগঘন মূহুর্তে আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সৎগতি কামনা করি"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ