Advertisement

Responsive Advertisement

ধর্মনগরের কানাই বাঁশিহীন, চোরের হাতে খোয়ালেন নিজের স্বাদের সোনার বাঁশিটি


 অয়ন নাগ ধর্মনগর, ২০ ডিসেম্বর : যে কানাই বাঁশি বাজিয়ে ১৬শ গোপিনীকে মোহিত করে ছিলেন আজ সে কানাই বাঁশি হীন। চোরের হাত থেকে রক্ষা করতে পারলেন না নিজের শখের বাঁশি। উত্তর জেলার ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে দীর্ঘ বছরের প্রাচীন হরি মন্দির। এই মন্দিরে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। চোরের দল মন্দিরের একাধিক গেটের তালা ভেঙ্গে চলে যায় মূল মন্দিরে। সেখানে ঢুকে কৃষ্ণের হাতের সোনার বাঁশি, সেইসঙ্গে রাধা কৃষ্ণের সোনার চূড়া হাতের সোনার বালা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি মন্দিরের প্রণামী বক্স ভেঙ্গে দক্ষিনার টাকা কড়িও নিয়ে পরাগ পার হয়ে যায় বলে অভিযোগ।
বুধবার বাজারের লোকজন এসে এই ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি খবর দেন মন্দির কমিটির সদস্যদের। খবর পেয়ে কমিটির লোকজন এবং পুলিশ ঘটনা স্থলে আসে। মন্দিরের সিসিটিভির খতিয়ে দেখার পর লক্ষ্য করা যায়, রাত তিনটা ২৪মিনিট নাগাদ চোরের দল মন্দিরে হানা দিয়ে সিসিটিভির লাইন গুলো কেটে দেয়। তারপর তারা নির্ভয়ে তান্ডব লীলা চালায়। মন্দিরের রাতের বেলা শুধু একজন সেবাইত থাকেন। তিনি যাতে ঘর থেকে বের না হতে পারেন তার জন্য চোরের দল তার ঘরের দরজা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির এক সদস্য বাবলা পুরকায়েস্ত। এমন জনবহুল স্থানে চুরির ঘটনার ধর্মনগরের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ