আগরতলা, ১১নভেম্বর : শ্যামা পূজা উপলক্ষে রাজধানী আগরতলার রামঠাকুর সংঘ এলাকার শীতলাতলা মন্দির কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজ সেবী ও ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য। তিনি নিজ হাতে দুস্থ অংশের মানুষের হাতে বস্ত্র তোলে দেন।
সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেট অঞ্জনা দাস, শীতলাতলা মন্দির কমিটির কর্মকর্তারা।
পূজার পাশাপাশি সামাজিক কর্মসূচী হিসেবে মন্দির কমিটি সমাজের দুস্ত অংশের মানুষের মধ্যে শীতবস্ত্র দান করার মতো যে সামাজিক কর্মসূচির হাতে নিয়েছেন তার জন্য সভাপতিআয়োজকদের ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সমাজের জন্য কাজ করছে। আমাদের পাশে যারা দুস্থ অংশের মানুষ রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য সকলে মিলে প্রয়াস চালাচ্ছে বলেও জানান। আগামী দিনেও এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। বস্ত্র বিতরণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ বছরের শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
0 মন্তব্যসমূহ