Advertisement

Responsive Advertisement

এডিসি প্রসাশনের উদ্দ্যোগে তিপ্রা আইডল ২০২৩ এর আয়োজন করা হবে


বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ নভেম্বর: গ্রামীন এলাকার জনজাতি অংশের যুবক যুবতিদের প্রতিভাকে তুলেধরতে এডিসি প্রসাশনের উদ্দ্যোগে তিপ্রা আইডল ২০২৩ সেশন ১ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিভা তুলে ধরতে সকলের নিজ নিজ এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে দক্ষিন জেলায় বীরচন্দ্রমনু জোনাল অফিসে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ নভেম্বর এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় জনজাতি অংশের যেসকল যুবক যুবতিরা অংশ গ্রহনে ইচ্ছুক তাদের নাম নতিভুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানানো হয়।
অপরদিকে এই প্রতিযোগীয় যেসকল যুবক যুবতিরা উন্নীত হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তিপ্রা আইডল ২০২৩ এর বিভিন্ন দিক গুলো নিয়ে বৃহস্পতিবার বীরচন্দ্র মনু দক্ষিন জেলার জোনাল অফিসে জোনাল ডেভলাপমেন্ট অফিসার অজিত দের্বমার উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করাহ য়। এই সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জোনাল ডেভলাপমেন্ট অফিসার অজিত দের্বমা সংবাদ মাধ্যমের সামনে অনুষ্ঠান সম্পর্কে সমস্ত বিবরন তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ