Advertisement

Responsive Advertisement

আগরতলা পুর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২১ নভেম্বর : বিকশিত ভারত সংকল্প" যোজনা এবং "প্রতি ঘরে সুশাসন ২.০" এই কর্মসূচি গুলিকে সফল ভাবে বাস্তব্যয়নের লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের উদ্যোগে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।
এদিনের এই বৈঠকের বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, "বিকশিত ভারত সংকল্প" এবং "প্রতি ঘরে সুশাসন ২.০" দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এগুলোকে বাস্তবায়িত করার জন্য আগরতলা পুর নিগম গুরুত্ব সহকারে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ