আগরতলা, ২০ নভেম্বর : ৫ দফা দাবীতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটি ডেপুটেশন দেয়। তারা ডুকলি ব্লকে ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন, সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে সরকার। খোঁজ খবর নিয়ে দেখা গেছে অনেকাংশে রাজ্যবাসী সামাজিক ভাতা পাচ্ছেন না। পাশাপাশি রেগার কাজ নিয়ে চরম অনিয়ম চলছে। রেগার মজুরির অর্থ নয়ছয় হচ্ছে।
তাই তাদের দাবি, রেগা প্রকল্পে ২০০ দিনের শ্রম দিবস এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা, কাজের সাথে মজুরি প্রদান করতে হবে এবং এই প্রকল্পে দলীয়করণ বন্ধ করা হোক।
0 মন্তব্যসমূহ