আগরতলা, ২৪ আগস্ট: দক্ষিণ জেলার সাবরুম মহকুমার ইস্ট জলেফা সাব সেন্টার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এ অনুষ্ঠিত হয় ন্যাশনাল কোয়ালিটি এসিওরেন্স এক্সটার্নাল ভিজিট যেখানে দুই সদস্যক পর্যবক্ষক দল দ্বারা স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা সমূহ জাতীয় মাপদন্ড অনুসারে কতটুকু গ্রাহকদের সন্তুষ্ট প্রদান করতে সক্ষম হচ্ছে ইত্যাদি বিষয় সমূহ নিরীক্ষণ করেন। নিরীক্ষণ শেষে উক্ত পর্যবেক্ষক দল স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পরিষেবা নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং জন আরোগ্য সমিতির সদস্যদের সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করার জন্য ভূয়সী প্রশংসা করেন। উক্ত পর্যবেক্ষক দলে ছিলেন আসাম রাজ্য নিবাসী ডাক্তার অমরজ্যোতি ডেকা এবং মিজোরাম নিবাসী ডাক্তার ভ্যানলাল চুয়াঙ্গা। এপর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় সাতটি উপস্বাস্থ্য কেন্দ্রে পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ শেষে রিপোর্ট প্রদান করেন এবং ছয়টি স্বাস্থ্যকেন্দ্রকেই ভারত সরকার কোয়ালিটি এসুরেন্স সার্টিফিকেট প্রদান করেন।
0 মন্তব্যসমূহ