Advertisement

Responsive Advertisement

ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ- ৫০ কর্মসূচী র প্রথম রাউন্ডে রাজ্যের ১০০ শতাংশ সাফল্য

আগরতলা, ১৮আগস্ট : রাজ্যে ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ-৫.০ কর্মসূচী-র প্রথম রাউন্ডে টীকাকরণ কর্মসূচীর লক্ষ্যমাত্রা ১০০ শতাংশ পূরণ হয়েছে। নবজাত শিশু, গর্ভবতী মহিলা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টীকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই দেশের সার্বজনীন টীকাকরণ কর্মসূচীর অঙ্গ হিসেবেই এই বছরও সারা রাজ্যে আগস্ট মাসের ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ ৫.০- টীকাকরণ কর্মসূচীর প্রথম রাউন্ড সংগঠিত হয়েছে। এই রাউন্ডে শূণ্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশু এবং গর্ভবতী মহিলাদের টীকাকরণ ১০০ শতাংশ পূরণ হয়েছে। প্রথম রাউন্ডে ৯ হাজার ৯৬৬ জন শিশু এবং ২ হাজার ৫ জন গর্ভবতী মহিলাদের টীকা দেওয়া হয়েছে। ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্ৰধনুষ- ৫.০ এর প্রথম রাউন্ডে টীকাকরণ ১ হাজার ৩০৯ টি সেশন সাইটে টীকাকরণ প্রক্রিয়া সংগঠিত হয়। ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ-৫.০ এর দ্বিতীয় রাউন্ড ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৩ এবং তৃতীয় রাউন্ড ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর, ২০২৩ সংগঠিত হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের এক প্রেস রিলিজে এই তথ্য প্রকাশিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ