Advertisement

Responsive Advertisement

তামাক মুক্ত পঞ্চায়েত: জোলাইবাড়ি বাজারে অভিযান


আগরতলা, ১২জুলাই : তামাকমুক্ত খুব অভিযানের অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরার জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে জোলাইবাড়ি বাজারে 12/07/23 কোটপা আইনের উপর কার্যকর অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগ এবং জোলাইবাড়ি থানার যৌথ অভিযানে তামাক আইনের ধারা ৬(এ) ধারা তথা আঠারো বছরের নিচে কোন ব্যক্তিকে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ এবং ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। অভিযানে ৭ জন দোকানদারকে জরিমানা করা হয় এবং ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। চিফ মেডিকেল অফিসার ডাঃ সুব্রত দাস বলেন, দক্ষিণ জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতকে তামাক মুক্ত পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তামাক আইন সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। অভিযানে উপস্থিত ছিলেন নোডাল অফিসার ডাক্তার অলোক দাস, জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সুমন পাটারি জেলা পরামর্শক অরিজিৎ দাস ও দক্ষিণ জুলাই বাড়ি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর কমিউনিটি হেলথ অফিসার নাসরিন বেগম। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ