আগরতলা, ১৭ জুলাই: সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে ডেকে নিয়ে যাওয়ার পর সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। সোমবার উজ্জয়ন্ত প্রাসাদে তাদের দলের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গত দুদিনের তাদের দলের প্লেনারি বৈঠকে প্রদ্যুৎ কিশোর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এরপরেই গোটা রাজ্য জুড়ে এমনকি তার নিজ দলের মধ্যে গুঞ্জন শুরু হয়, তবে কি তিনি দল ছেড়ে দিচ্ছেন। এই বিষয়ে এদিন এক সাংবাদিক জিজ্ঞাসা করলে প্রদ্যুৎ কিশোর উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিককে রীতিমতো শাসাতে থাকেন। তার এমন আচরণে উপস্থিত অধিকাংশ সাংবাদিক হতবাক হয়ে যান। প্রদ্যুৎ কিশোরের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। তার এমন আচরণ প্রত্যক্ষ করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগরতলা প্রেসক্লাব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানিয়েছে। এই সংগঠনগুলির তরফে পৃথক পৃথক প্রেস রিলিজ করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের তরফে জারি করা প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, তিপ্রা মথা দলের শীর্ষস্থানীয় নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে চিত্র সাংবাদিক যেভাবে অনাকাঙ্ক্ষিত বাক্য প্রয়োগ করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে অ্যাসোসিয়েশন। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অগণতান্ত্রিক বাক্য প্রয়োগ না করেন তার জন্য সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে । অন্যথায় কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলেও সংগঠনের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ