Advertisement

Responsive Advertisement

ডিস্ট্রিক্ট কুয়ালিটি এস্যুরেন্স কমিটির ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৮ জুলাই : বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের অফিসে ডিস্ট্রিক্ট কুয়ালিটি এস্যুরেন্স কমিটির ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা শাসক সন্তোষ দাসের পৌরহিত্যে সভায় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুব্রত দাস, ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৌহার্দ্য চক্রবর্তী, জেলা টিকাকরন আধিকারিক ডা: বিতান সেনগুপ্ত ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রমুখ। সভায় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিভাবে জাতীয় মানের পরিষেবায় উন্নীত করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের ছাড়পত্র কর্মী স্বল্পতার বিষয়ে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের এন কিউ এ এস শংসাপত্র অর্জনের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার নির্দেকুয়ালিটি শ দেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে "কায়াকর" পুরস্কার এবং "কোয়ালিটি এস্যুরেন্স সার্টিফিকেট পেতে অতিসত্বর যথোপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয় সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসকদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ