আগরতলা, ৬ মে ২০২৩: তেল বাঁচাও গ্যাস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ওএনজিসি ত্রিপুরা এসেট'র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে রাজধানী আগরতলার হাঁপানিয়া এলাকার ওএনজিসি ত্রিপুরা এসেটের মূল গেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ওএনজির বিভিন্ন স্তরের কর্মচারী এবং আধিকারিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের লোকজনও উপস্থিত ছিলেন। ওএনজির মেনটেনেন্স শাখা চিফ জেনারেল ম্যানেজার পি বি দাস, বলেন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানো এবং সঠিকভাবে এর ব্যবহার করার আহ্বানদের সামনে রেখে এ দিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ দিনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে এই বিষয়ে সচেতন হন এবং প্রাকৃতিক গ্যাস এবং তেল ব্যবহার কমিয়ে আনেন তার বিষয়ে সচেতন করে তোলা।
0 মন্তব্যসমূহ