Advertisement

Responsive Advertisement

আবারো বন্য হাতির আক্রমনে তেলিয়ামুড়ায় মৃত্যু হল এক ব্যক্তির

তেলিয়ামুড়া, ১০ মে : আরো একবার তেলিয়ামুড়া মহকুমাতে হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটলো। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের অন্তর্গত ভূমিহীন কলোনিতে। ঘটনার বিবরনে জানা যায়, নিজ এলাকার কোন একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর পেশায় দৈনিক হাজিরার কর্মী বিহারী কর্মকার (৫৬).নিজ বাড়ির দিকে যখন ফিরছিলেন তখন হঠাৎ করে পেছন দিক থেকে হাতি আক্রমণ করে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে প্রত্যক্ষদর্শীদের চিৎকার চেঁচামেচিদের স্থানীয় মানুষজন জড়ু হয়ে যায় এবং হাতি জঙ্গলের দিকে চলে গেলে স্থানীয়রা রক্তাক্ত শ্রী কর্মকারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন। 
এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত কয়েক বছর আগে মৃত ব্যক্তির এক ছেলেও হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কিছুদিন পরপর বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ অব্যাহত রয়েছে, একাধিকবার বনদপ্তর থেকে দাবি করা হয় হাতির আক্রমণ প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ জায়গায় প্রশ্ন উঠছে তাহলে বন দপ্তর কেন হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারছেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ